ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪
  • অন্যান্য

সেতুতে মোটরসাইকেলে রেস করতে গিয়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক
জুন ২৭, ২০২৪ ১১:২৬ পূর্বাহ্ণ । ১৪৯ জন

কিশোরগঞ্জের ভৈরবে সেতুতে মোটরসাইকেল রেস করতে গিয়ে রাব্বি (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার (২৬ জুন) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার তার মৃত্যু হয়।

এর আগে সন্ধ্যায় ভৈরবের মানিকদী ও কুলিয়ারচর কালী নদীর ওপর নির্মিত জিল্লুর রহমান সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বী কুলিয়ারচর উপজেলার উসমানপুর ইউনিয়নের মাসুম মিয়ার ছেলে। আহত হোসেন আহমেদ ভৈরবের কালিকা প্রসাদের মফিজ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিল্লুর রহমান সেতুর মানিকদী প্রান্তে মোটরসাইকেল রেস খেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়ে দুজন আহত হন। তাদের কুলিয়ারচর সরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে ওখান থেকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নেয়া হয়। ওখানে রাব্বির অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে এই ব্যাপারে আমাকে কেউ কিছুই জানায়নি।