ঢাকাসোমবার , ১২ আগস্ট ২০২৪

সোমবার থেকে মালবাহী, মঙ্গলবার থেকে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ণ । ২৫ জন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসসতায় বন্ধ হওয়ার তিন সপ্তাহের বেশি সময় পর সোমবার (১২ আগস্ট) থেকে পণ্যবাহী ট্রেন দিয়ে রেল পরিষেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

এছাড়া ১৩ আগস্ট (মঙ্গলবার) থেকে যাত্রীবাহী মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক মো. নাহিদ হাসান খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল আরও কিছুদিন বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার বিকাল ৫টা থেকে অনলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে।