আপনারা একটা বিষয় সব সময় দেখবেন- বাংলাদেশের বাজেট বক্তৃতায় একটা কমন বয়ান হলো, মানব সম্পদ উন্নয়নই সরকারের অগ্রাধিকার। প্রতিটা সরকারের আমলে এই কথা টা বাজেট বক্তৃতায় কোন না কোন ভাবে থাকে।
এটার কারণ আর কিছু নয় বরং তাত্বিকভাবে সকলে স্বীকার করেন যে মানব সম্পদ উন্নয়নই সকল উন্নয়নের চাবিকাঠি। এটি কেবল জনস্বাস্থ্যের উন্নয়নে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার মাধ্যমে অর্জন সম্ভব।
বিশ্বের উন্নত দেশের কথা বাদ দিয়ে আফগানিস্তানের ধরা যাক। কয়েক বছর আগেও আফগানিস্তানের স্বাস্থ্য খাতে গড়ে বাজেট ছিল জিডিপি র ২%-৩%। আর পরিবর্তিত পরিস্থিতে এখন তারা জিডিপি ২১% এর চেয়ে বেশি বরাদ্দ করেছে -যা অকল্পনীয়। অথচ এটাই বাস্তব আফগানিস্তান। তো সবচেয়ে পিছিয়ে থেকে এই দেশ যদি বুঝতে পারে স্বাস্থ্য বাজেট বৃদ্ধির সুফল অন্যান্য উন্নয়নকে তরান্বিত করে, বাংলাদেশ কেন বুঝবে না?
সম্প্রতি বিএনপির নেতা জনাব আমীর খসরু বলেছেন, উনারা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, ক্ষমতায় গেলে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেট জিডিপি র ৫% বরাদ্দ দেবেন। তিনি যে সব যুক্তি তুলে ধরেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করে জনস্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে দেশের জিডিপির আরো বৃদ্ধি করানো সম্ভব।
এতে বহুবিধ লাভ:–
(১) প্রথমত সরকারি পর্যায়ে জনবল এবং হসপিটালে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়।
(২) ফলে উন্নত স্বাস্থ্যসেবার মাধ্যমে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত হয়।
(৩) এতে জনগণের কর্মঘণ্টা বাড়ে,বিভিন্ন পর্যায়ে প্রডাকশন বাড়ে।।
(৪) চিকিৎসায় বিদেশ নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব।
(৫) মানুষের গড় আয়ু এবং কোয়ালিটি জীবন মান উঁচুতে পৌঁছায়।
(৬) শিশু এবং প্রসব কালীন মাতৃমৃত্যু কমে।
(৭) শিশুর পুষ্টি হীনতা হ্রাস পায়।সুস্থ প্রজন্ম স্বাস্থ্যবান জাতি গঠনে সহায়ক।
এটাই তো মানব সম্পদ উন্নয়ন বলতে বোঝায়। কাজেই একটা দেশের সমৃদ্ধির মূলে রয়েছে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা। এই খাতে জিডিপির ৫% বরাদ্দ ই এটি নিশ্চিত করতে পারে।
লেখক: শিশুরোগ বিশেষজ্ঞ ও জনস্বাস্থ্য বিশ্লেষক ডাঃ সুশান্ত বড়ুয়া