ঢাকাশনিবার , ৩ জুন ২০২৩
  • অন্যান্য

২৫৬ পৃষ্ঠার বাজেট বক্তব্যে টুঁ শব্দ নেই বীমা নিয়ে

নিজস্ব প্রতিবেদক
জুন ৩, ২০২৩ ৭:২৬ পূর্বাহ্ণ । ৪৩৬ জন

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপনে ২৫৬ পৃষ্ঠার বিশাল বাজেট বক্তব্য পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যেখানে মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি গ্রহণসহ দেশের অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বাজেটে বীমাখাত নিয়ে কিছুই বলা হয়নি। ২৫৭ পৃষ্ঠার বাজেট বক্তব্যে অন্য প্রসঙ্গে আলোচনায় মাত্র ৬ বার বীমা শব্দটি ব্যবহার করেছেন তিনি।

বাজেট বক্তব্যের ২৫৬ পৃষ্ঠার বই এর ৭৯ নম্বর পাতায় ‘প্রবাসী ও প্রত্যাগত কর্মীদের জন্য বীমা” শব্দটি প্রথম ব্যবহার করছেন।

দ্বিতীয়বার ৮২ নম্বর পাতায় প্রতিবন্ধী ও বয়স্ক সুরক্ষা অধ্যায়ের আলোচনায় ‘বঙ্গবন্ধু প্রতিবন্ধী সুরক্ষা বীমা’ চালুর বিষয়টি উল্লেখ করেন।

এরপর ১৫৭ পৃষ্ঠায় করপোরেট কর সংক্রান্ত আলোচনার টেবিলে পরপর দুই লাইনে ‘পাবলিকলি ট্রেডেড-ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান’ এবং ঐ পাবলিকলি ট্রেডেড নয় এরূপ-ব্যাংক,বীমা ও আর্থিক প্রতিষ্ঠান’ দুই বার বীমা শব্দটি এনেছেন অর্থমন্ত্রী।

এরপর ২০৯ নম্বর পাতায় কোভিড ১৯ এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারের প্রণোদনা প্যাকেজের আলোচনার টেবিলের ৫ম ও শেষ বারের মতো বীমা শব্দটি ব্যবহার করেছেন ’স্বাস্থ্যবীমা এবং জীবন বীমা’ ৭ নং কলামের এক লাইনে।

অথচ উন্নত বিশ্বতো বটে প্রতিবেশী ভারত-শ্রীলংকা-নেপালসহ সব দেশের অর্থনীতিতে বীমাখাতের অবদান এবং অংশগ্রহণ অনেক বেশি। বাংলাদেশের অর্থনীতিতে বীমাখাতের অবদান জিডিপির দশমিক ৫ শতাংশ।