ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

আম উৎপাদনে বিশ্বে ৯ম বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ । ২০৬৪ জন

বাংলাদেশ আয়তনের দিক থেকে বিশ্বের ৯৪তম। তবে আম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষ নবম। প্রতিবছর বাংলাদেশে ১.৫ মিলিয়ন টন আম উৎপাদন হয়। সম্প্রতি ডেটা স্ট্যাটিস্টিকা এ তথ্য জানিয়েছে। দেশে প্রতি বছরই আমের উৎপাদন বাড়ছে। তাই দেশের মানুষের পুষ্টির অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে আম।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, ২০১৯-২০ অর্থবছরে দেশে আম উৎপাদিত হয়েছে ১২ লাখ ২২ হাজার টন। দেশে ২ লাখ ৩৫ হাজার একর জমিতে আমবাগান রয়েছে। প্রতিটি গাছে গড়ে ৭৭ কেজি করে আম উৎপাদিত হয়।

অবশ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, দেশে আমের উৎপাদন ২৪ লাখ টনের মতো। প্রতিবছর প্রায় ১৪ হাজার কোটি টাকার আমের বাণিজ্য হয়। আম উৎপাদন থেকে শুরু করে বিপণন, মোড়কীকরণ ও পরিবহন মিলিয়ে এ বিশাল বাজার গড়ে উঠেছে। প্রতিবছর এপ্রিলে কাঁচা আম বাজারে আসা থেকে শুরু হয় এ বাণিজ্য। চলে সেপ্টেম্বরে আশ্বিনা আম বিপণন শেষ হওয়া পর্যন্ত।

আম উৎপাদনে শীর্ষ প্রথম দেশ ভারত (২৫ মিলিয়ন টন)। এর পরই রয়েছে চীন (৩.৮ মিলিয়ন টন), ইন্দোনেশিয়া (৩.৬ মিলিয়ন টন), পাকিস্তান (২.৭ মিলিয়ন টন), মেক্সিকো (২.৪ মিলিয়ন টন), ব্রাজিল (২.১ মিলিয়ন টন), মালাউয়ি (১.৭ মিলিয়ন টন), থাইল্যান্ড (১.৫ মিলিয়ন টন), বাংলাদেশ (১.৫ মিলিয়ন টন) ও ভিয়েতনাম (১.৪ মিলিয়ন টন)।