ঢাকাসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

আয় ছাড়া ১ মাস চলতে পারবে বাংলাদেশের ১৬ শতাংশ মানুষ!

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৮:০০ পূর্বাহ্ণ । ৬৫৮ জন

কোনো ইনকাম ছাড়া ১ মাস চলতে পারবে বাংলাদেশের মাত্র ১৬ শতাংশ মানুষ। গত শনিবার গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড অব স্টাটিসটিকস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি মোট ১২১টি দেশের তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে। অর্থাৎ ১২১টি দেশের মধ্যে ১২১তম বাংলাদেশ!

এ তালিকায় সবার শীর্ষে রয়েছে সুইডেন। দেশটিতে কোনো ইনকাম ছাড়া ৮৯.৮ শতাংশ মানুষ ১ মাস চলতে পারবে। দ্বিতীয় স্থানে রয়েছে হংকং। দেশটির ৮৪.৫ শতাংশ মানুষ ইনকাম ছাড়া ১ মাস চলতে পারবে। প্রথম সারির ১০টি দেশের মধ্যে অন্যান্য দেশগুলো হলো, নরওয়ে (৮৩.৫%), আইসল্যান্ড (৮২.৩%), ডেনমার্ক (৮২%), অস্ট্রিয়া (৮০.৮%), নেদারল্যান্ড (৮০.৫%), স্লোভাকিয়া (৭৯.৪%) ও কানাডা (৭৯.৩%)।

অন্যদিকে সবচেয়ে কম সংখ্যক মানুষ ইনকাম ছাড়া ১ মাস চলতে পারবে এমন ১০টি দেশ হলো যথা ক্রমে টগো (২৯%), জিম্বাবুয়ে (২৯%), ভেনুজুয়েলা (২৮%), সেনেগাল (২৭%), ভারত (২৭%), পাকিস্তান (২৬%), লেবানন (২৪%), জর্ডান (১৯%), মিশর (১৮%) ও বাংলাদেশ (১৬%)।