ঢাকাশনিবার , ২৯ মার্চ ২০২৫

খুলনায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ । ২৪ জন

খুলনার খালিশপুরে বাসের ধাক্কায় মো. রুস্তম আলী হাওলাদার (৮৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার( ২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার পাশে গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি খালিশপুর এলাকার জনৈক হাসেম হাওলাদেরের ছেলে।

খালিশপুর থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম নিহত ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত পৌনে ৯টার দিকে মো. রুস্তুম আলী হাওলাদার মুজগুন্নি নেছারিয়া মাদরাসার সমানে থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময়ে এনা পরিবহনের একটি বাস খুলনা থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিল। দ্রুতগামী ওই বাসের ধাক্কায় তিনি রাস্তার ওপর পড়ে যান।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সোয়া ৯ টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয়রা বাসটিকে আটক করে এবং পুলিশে খবর দেয়। বর্তমানে রুস্তুল আলী হাওলাদারের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।