ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় রত্না সুপার ড্রিংকসকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ । ১৬ জন

অবৈধ ড্রিংকস বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অবৈধ ড্রিংকস বিক্রয় করার জন্য ইস্রাফিল হোসেন এর প্রতিষ্ঠান রত্না সুপার ড্রিংকসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ অনুসারে ৫০ হাজার জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণপূর্বক মানসম্মত ড্রিংকস তৈরি ও বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয় এবং ১৮ কার্টুন ড্রিংকস ধ্বংস করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।