রাজধানীতে ট্রেনের ধাক্কায় নাজমা আক্তার (৩৫) নামের দৃষ্টি প্রতিবন্ধী এক নারীর মৃত্যু হয়েছে, তিনি রাজধানীর পূর্ব মানিক নগর এলাকায় থাকতেন। বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে খিলগাঁও রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরিক্ষার পর মৃত ঘোষণা করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রফিকুল ইসলাম বলেন, মহিলাটি ভিক্ষাবৃত্তি করতেন। চোখে দেখতেন না। ভিক্ষাভিত্তি করে রাতে রিকশা নিয়ে তার বাসায় ফিরার পথে চট্টগ্রাম থেকে ছেড়ে আশা কমলাপুরগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
পরে নিকট আত্মীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।