ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪

ড.সালিমুল হক স্যারের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ । ৩৭ জন

আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ জলবায়ু বিজ্ঞানী ড. সালিমুল হক স্যারের মৃত্যুবার্ষিকী আজ। যিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গতবছর ২৯ অক্টোবর এই দিনে তিনি মারা যান। বিনম্রশ্রদ্ধা রইল।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিএডি)-র পরিচালক ছাড়াও তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অধ্যাপক ছিলেন।

ড. সালিমুল হক একজন দূরদর্শী চিন্তাবিদ ছিলেন। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে তিনি শুধু বাংলাদেশের নয়, বরং সমগ্র বিশ্ব সম্প্রদায়ের জন্য একজন পথপ্রদর্শক ছিলেন। তার অতুলনীয় অবদান বছরের পর বছর আগামী প্রজন্মের জন্য উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

সালিমুল হক ১৯৫২ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ২০২২ সালে বিজ্ঞান সাময়িকী নেচার’স ঘোষিত শীর্ষ ১০ জন প্রভাবশালী বিজ্ঞানীর একজন নির্বাচিত হন। সালিমুল হক মূলত একজন উদ্ভিদ-জীববিজ্ঞানী। মৃত্যুর আগ পর্যন্ত ঢাকায় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালকের দায়িত্বে ছিলেন।

সালিমুল হকের বেড়ে ওঠা ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে। বাবার কূটনৈতিক বদলির জেরে ছোট থেকেই তিনি নানা জায়গার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পেয়েছিলেন। জলবায়ু পরিবর্তন বিষয়ে তাঁর গবেষণার স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে তাঁকে বুর্টনি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।