ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ । ১৭ জন

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকাল ৭টার দিকে শাজাহানপুর উপজেলার জামালপুর নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ঢোলি খাতুন (৬০)। তিনি ওই এলাকার আলিমুদ্দীনের স্ত্রী।

শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল ৭টার দিকে ঢোলি খাতুন রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।