ঢাকারবিবার , ১৩ এপ্রিল ২০২৫

বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ । ১৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর প্রথম বরিশালের দুইজন মারা গেছেন। মৃতদের দু’জনই নারী। শনিবার (১২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।

মৃতরা হলেন, বরগুনার বাসিন্দা কামরুন নাহার (৪০) ও গীতা রানি (৩৫)। মৃতদের মধ্যে একজন শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ও আরেকজন বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নয় জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্ত হয়েছে ৪৬৪ জন। আক্রান্তদের মধ্যে ৪১৮ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। মোট মারা গেছে ২ জন। বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৪ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, এ বিভাগে ২০২১ সালে প্রথম ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই সময় আক্রান্ত ব্যক্তিদের বরিশালের বাইরে ভ্রমণের ইতিহাস ছিল। কিন্তু দুই বছর ধরে আক্রান্তদের প্রায় শতভাগ স্থানীয়ভাবে আক্রান্ত হচ্ছে। এখন ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা গোটা বরিশাল বিভাগেই ছড়িয়ে পড়েছে। এ কারণে আক্রান্তের হারও বাড়ছে। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বলে জানান তিনি।