ঢাকারবিবার , ২৫ আগস্ট ২০২৪

বরিশালে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ । ২৫ জন

বরিশাল থেকে যাত্রীবাহী বাস যমুনা পরিবহন ঢাকায় যাচ্ছিল। তখন অন্যদিক থেকে আসছিল একটি যাত্রীবোঝাই থ্রি-হুইলার। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ছয়জন আহত হয়। রবিবার (২৫ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বেজহার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ এলাকার বাসিন্দা আজম মৃধার স্ত্রী সুমি আক্তার (৩০) ও শিশু সন্তান আজমাইন (৪)।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বরিশাল থেকে যাত্রীবাহী বাস যমুনা পরিবহন ঢাকায় যাচ্ছিল। তখন অন্যদিক থেকে আসছিল একটি যাত্রীবোঝাই থ্রি-হুইলার। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ছয়জন আহত হয়। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাস ও থ্রি-হুইলার জব্দ করা হয়েছে।

তবে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে। তাদের আটক করতে অভিযান চলছে বলেও জানান ওসি।