দিনাজপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী আব্দুল করিম নামের এক ট্রাফিক পুলিশের টিএসআই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ১১ মাইল নামক সাদিপুর আদিবাসী পাড়ার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জেলা পুলিশের মিডিয়া ইউং জানায়, ১৯৯১ সালের ১৪ জুন পুলিশ বিভাগে যোগদান করেছিলেন তিনি। তিনি নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ী গ্রামের বাসিন্দা।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ এলাকায় টিমসহ যানবাহনের কাগজপত্র যাচাইয়ের কাজ শেষে মোটরসাইকেলে করে জেলা শহরে ফিরছিলেন তিনি। পথে ১১ মাইল নামক সাদিপুর আদিবাসী পাড়ার সামনের সড়কে পৌঁছালে শামিম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, ‘বাসটি আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।’