ঢাকারবিবার , ১৩ এপ্রিল ২০২৫

বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ । ২১ জন

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার(১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘরের সোনাখালী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আতিয়ার রহমান (৪৫) বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ইমান উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ফকিরহাটের বিসমিল্লাহ ফিড মিলের কর্মচারী ছিল বলে জানা গেছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু জানান, দ্রুতগামী পরিবহন ওই বাইসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনস্থল থেকে আতিয়ার রহমানের লাশ উদ্ধার করে। পরে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।