বীমা মালিকদের সংগঠন বিআইএ’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে। ঘোষিত তফসিল অনুসারে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। দীর্ঘ ১৪ বছর পর উৎসবের আমেজ ফিরে এসেছে বীমা মালিকদের সংগঠন বিআইএ’র এই নির্বাচনে।
এবারের নির্বাচনে নন-লাইফ বীমা খাতের ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৯ জন চেয়ারম্যান-পরিচালক এবং ১০ জন মুখ্য নির্বাহী কর্মকর্তা। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় লাইফ বীমা খাতে ১০ নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ খাতের নির্বাহী সদস্যদের মধ্যে ৬ জন চেয়ারম্যান-পরিচালক ও ৪ জন মুখ্য নির্বাহী।
এর আগে ২০২৪ সালের ৭ নভেম্বর নির্বাচনী বোর্ডের ১ম সভায় এই তফসিল ঘোষণা করা হয়। মীর নাসির হোসেন এবারের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান।
সূত্র মতে, নন-লাইফের ১৯ জন প্রার্থীর মধ্য থেকে ১০ জনকে নির্বাচনের জন্য এবার ভোট দিতে হবে। ১৯ জন প্রার্থীর ভোটার ক্রমিক অনুযায়ী এক পাতার ব্যালট পেপারের নির্দিষ্ট বক্সের মাঝখানে ক্রস চিহ্ন সম্বলিত সীল দিয়ে ভোট দিতে হবে। একজন ভোটারকে মোট ১০টি ভোট দিতে হবে। কম বা বেশি ভোট দিলে ব্যালট পেপারটি বাতিল করা হবে। ভোট গ্রহণের সময়, গণনার সময়, প্রার্থী নিজে বা তার নিয়োজিত কোন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন।
নন-লাইফ বীমার প্রার্থীরা হলেন- অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু, সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈয়্যেদ আহমেদ, প্রাইম ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহাদাত হোসেইন; কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান কে এম আলমগীর, ফেডারেল ইন্স্যুরেন্সের ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, বাংলাদেশ ন্যাশনালের পরিচালক তায়েফ বিন ইউসুফ, জনতা ইন্স্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ;
এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ইমাম শাহীন, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী আহমেদ সাইফুদ্দীন চৌধুরী, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ফারজানা চৌধুরী, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. নূর-ই-আলম সিদ্দিকী, কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী এএনএম ফজলুল করিম মুন্সি, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. এ কে এম সরোয়ার জাহান জামিল, ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কাজী মোকাররম দস্তগীর, ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী হাসান তারেক, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মোহাম্মদ নুরুল আলম চৌধুরী এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. আব্দুল মতিন সরকার।