জনস্বাস্থ্য সুরক্ষায় বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শন, বিজ্ঞাপন ও প্রচার-প্রচারণা বন্ধে নিষেধাজ্ঞা প্রদান করেছে বাংলাদেশ গ্রোসারী বিজনেস এসোশিয়েশন(বিজিবিএ)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ‘পয়েন্ট অব সেলে (POS) তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন নিষিদ্ধ সংক্রান্ত নির্দেশনা’ বিষয়ক জারি করা এক অফিস আদেশে বলা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং তামাকের ব্যবহার জাতীয় অর্থনীতি ও পরিবেশের উপর বিরুপ প্রভাব ফেলছে। বাংলাদেশে প্রতিবছর ১ লক্ষ ৬১ হাজার মানুষ মৃত্যবরণ করে শুধুমাত্র তামাক ব্যবহারের কারণের। এছাড়াও ১৫ বছর বা তদূর্ধ্ব জনগোষ্ঠির মধ্যে তামাক ব্যবহারের হার বর্তমানে ৩৫.৩ শতাংশ এবং পাবলক প্লেস ও পরিবহনে ৫১.৪ শতাংশ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে।
এতে আরও বলা হয়, বিক্রয় কেন্দ্রসহ যেকোন স্থানে তামাকপণ্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ করা হলেও কৌশলে চটকদার প্রচার প্রচারণা চালাচ্ছে তামাক কোম্পানীগুলো। এতে করে তামাকপণ্যের প্রতি আকৃষ্ট হচ্ছে তরুণরা। ফলে তৈরি হচ্ছে তামাকাসক্ত তরুণ প্রজন্ম।
তাই, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৫ ধারা অনুযায়ী তামাকজাত দ্রব্যের যে কোন ধরণের বিজ্ঞাপন প্রচার আইনত নিষিদ্ধ এ ধারাটি অনুসারণ করে তামাকজাত দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করতে সকলকে নির্দেশনা প্রদান করেছে বিজিবিএ।