ঢাকাশুক্রবার , ২৩ জুন ২০২৩
  • অন্যান্য

বিদায়ী ও নতুন অফিস প্রধানকে বট গাছের চারা উপহার কর্মীর

নিজস্ব প্রতিবেদক:
জুন ২৩, ২০২৩ ১২:১৪ অপরাহ্ণ । ১০৬৩ জন

ব্যাংকের ম্যানেজারের বদলিজনিত কারণে কর্মস্থলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সহকর্মীদের অনেকেই সাধ্য অনুযায়ী উপহার এনেছেন অফিস প্রধানের জন্য। এরই মধ্যে সবাইকে অবাক করে হাত চারেক লম্বা আস্ত বট গাছের চারা উপহার নিয়ে হাজির এক ব্যাংকার।  অন্যরকম উপহার পেয়ে হাসিমুখে গ্রহণ করে ছবি তুলে মুর্হুতটি স্মরণীয় করে রাখতে ভোলেনি ম্যানেজার বাবু।  না, কল্পকাহিনী নয়, নয় ভিনদেশের ঘটনা। প্রাণ প্রকৃতি রক্ষায় বটবৃক্ষের চারা উপহারদাতা এই তরুণের নামের রতন মন্ডল, দেশের জয়পুরহাট জেলায় সোনালী ব্যাংকের কর্মকর্তা সে। শুধু বিদায়ী ম্যানেজার নয়, সদ্য যোগ দেয়া নতুন ম্যানেজারকেও একই ধরনের বট গাছের চারা উপহার দিয়েছেন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার রতন মন্ডল।

সম্প্রতি নিজের ফেসবুকওয়ালে রতন মন্ডল লিখেছেন, “সোনালী ব্যাংক পিএলসি,জয়পুরহাট শাখার বদলীজনিত বিদায়ী ম্যানেজার জনাব মোঃ মাহবুব আলম জিলানী ও সদ্য যোগদানকৃ এসপিও দায়িত্ব গ্রহণকারী ম্যানেজার জনাব গোলাম মামুনূর রশীদ স্যারদের বিদায় বরণ সংবর্ধনায় দুটো বটবৃক্ষের চারা উপহার উপহার দিলাম।”

ব্যাংকিং দায়িত্ব পালনের পাশাপাশি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে সামাজিক দায়বদ্ধতায় প্রচলিত প্রথার বিপরীতে এমন কাজ করার চেষ্টা করে চলছি বলেও উল্লেখ করেন ব্যাংকার রতন মন্ডল। দেশকে সুন্দর ও উন্নত করতে সবারই পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবেশ প্রকৃতি সমাজ সংস্কৃতির উন্নয়নে কাজ করার বিকল্প নেই।

উল্লেখ্য,গতবছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্য জয়পুরহাটে বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ৫০ টি স্থানে “দেশীগাছ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন’ নামের ব্যানারে বটগাছের চারা রোপণ কর্মসূচি পালন করেন রতন মন্ডল। নিজ বাড়িতেই বট গাছের চারা তৈরি করে জয়পুরহাটের বিভিন্ন জায়গায় রোপন করে চলছেন তিনি।

ছায়া দেয়াসহ প্রকৃতির আরেক গুরুত্বপূর্ণ অংশীদার  পাখিদের খাবারের যোগান দেয় বট গাছ। এজন্য তিনি “দেশীগাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন dtbcm” নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। যার সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক https://www.facebook.com/profile.php?id=100093165889518

লোক সংস্কৃতি নিয়ে গবেষণাও করছেন রতন মন্ডল। ইতিমধ্যে তার একটি বই প্রকাশিত হয়েছে। ব্যাংকের কাজের পাশাপাশি প্রাণ প্রকৃতির রক্ষায় রতন মন্ডলের ব্যতিক্রমধর্মী উদ্যোগ ছড়িয়ে পড়বে দেশের অন্যান্য অঞ্চলেও।