ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য

ভারতীয় শ্রমিকদের জন্য বড় ধাক্কা, ভিসা নিয়ে সৌদির কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ । ৩ জন

ভারতীয় শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এর ফলে দেশটিতে কাজ করতে যেতে ইচ্ছুক ভারতীয়রা বেশ চাপেই পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, এখন থেকে সৌদিতে কাজের ভিসা পেতে ভারতীয়দের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার প্রাক-যাচাই করাতে হবে।

সম্প্রতি সৌদি দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ জানুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হয়েছে। কাজের ভিসা পেতে প্রাক-যাচাই বাধ্যতামূলক শর্ত হিসেবে যুক্ত করা হবে। এ প্রক্রিয়া ছয় মাস আগেই প্রস্তাব করা হয়েছিল।

শ্রমবাজারের মান বজায় রাখা এবং দক্ষ কর্মী নিয়োগ নিশ্চিত করা এর লক্ষ্য বলে জানিয়েছে সৌদি মিশন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানের মালিক ও মানবসম্পদ বিভাগগুলোকে প্রবাসী কর্মীদের জমা দেয়া তথ্য এবং সনদ যাচাই করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সৌদি আরব ইকামা নবায়ন ও এক্সিট-রিএন্ট্রি ভিসা বাড়ানোর নিয়মও হালনাগাদ করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে প্রবাসী কর্মীদের ক্ষেত্রে ভারতীয়রা দ্বিতীয় বৃহত্তম অবস্থানে। বর্তমানে দেশটিতে ২৪ লাখের বেশি ভারতীয় কাজ করছেন। এর মধ্যে বেসরকারি খাতে ১৬ লাখ ৪০ হাজার এবং গৃহস্থালিতে ৭ লাখ ৮৫ হাজার জন কাজ করছেন।

এছাড়া, ২৬ লাখ ৯০ হাজার প্রবাসী কর্মী নিয়ে এক্ষেত্রে শীর্ষে রয়েছে বাংলাদেশ।