ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫

মুন্সিগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১০, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ । ১৭ জন

মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকায় সরকারি রাস্তা দখল করে রাখা অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা অভিযানে অন্তত ৩০টির বেশি ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন— নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি একেএম হাসানুর রহমান।

অভিযান শেষে তিনি জানান, দীর্ঘদিন ধরে সরকারি জন-গুরুত্বপূর্ণ রাস্তার দুইপাশ দখল করে অবৈধভাবে ফুটপাতে দোকানপাট গড়ে উঠেছিল। এতে সড়কে প্রায়ই যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। ফলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে সকল অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

এছাড়া ভবিষ্যতে যদি কেউ আবারও ফুটপাত দখল করে রাখার চেষ্টা করে তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় অভিযানের সার্বিক সহযোগিতা করে সদর থানা পুলিশের সদস্যরা।