ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫

সাতক্ষীরায় অবৈধ দখলদার হতে খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ । ১৭ জন

সাতক্ষীরার জেলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের নেতৃত্বে সরকারি খাস জমি উদ্ধারকল্পে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। রোববার (৬ এপ্রিল) সকালে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাদারতলা এলাকায় উক্ত অভিযান প্রচলিত হয়।

এসময় মাদারতলা মৌজার সরকারি খাস খতিয়ানভুক্ত ৫.৪৮ একর (১৬.৬ বিঘা) জমি অবৈধ দখলদারমুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বোরবার রাতে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইটাগাছা গ্রামের বাসিন্দা আলহাজ আব্দুস সাত্তারের ছেলে আব্দুস সবুর দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রাখেন এবং অবৈধভাবে দখল করা খাস জমিতে পার্শ্ববর্তী সরকারি জমির মাটি কেটে রাস্তা নির্মাণ করেন। মাটি কাটার ফলে সৃষ্ট স্থানে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন।

তিনি বলেন, এছাড়া তিনি ব্যক্তিগত জমির সঙ্গে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে ‘আলীপুর ব্রিকস’ নামে ইটভাটা পরিচালনা করে আসছেন। আমরা আজ প্রাথমিকভাবে আব্দুস সবুরের দখলে থাকা ৫.৪৮ একর (১৬.৬ বিঘা) জমি অবৈধ দখলদারমুক্ত করেছি। এছাড়া তার দখলে থাকা সব খাস জমি আগামী এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, খনন করা মাটি স্তূপ করে রাখায় এবং খাস জমি অবৈধভাবে দখল করে রাখায় অবৈধ দখলদার আব্দুস সবুরকে আগামী এক মাসের মধ্যে মাটি দ্বারা জায়গাটি ভরাট করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলাজুড়ে যারা সরকারি খাস জমি দখল করে রেখেছে তাদের তালিকা করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি খাস জমি উদ্ধারের বিশেষ অভিযানের সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য-সচিব আবু জাহিদ ডাবলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ আবুল কালাম বাবলাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।