ইতালির সিসিলির উপকূল থেকে ৬ টি লাশ উদ্ধার করেছে ইতালি। লাশগুলো গত সপ্তাহে একটি অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের বলে মনে করা হচ্ছে। সোমবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, লাশগুলো পরবর্তী প্রক্রিয়া সম্পন্নের জন্য লাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।
রবিবার রাতে লাশগুলো উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিসিলির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের একজন কর্মকর্তা।
সোমবার ইতালীয় গণমাধ্যমে প্রকাশিত এই খবরের বিষয়ে সুনির্দিষ্ট কোনোকিছু নিশ্চিত করেননি ওই কর্মকর্তা। তবে লাশগুলোর পরবর্তী প্রক্রিয়া সম্পন্নের সময় আরও তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন কর্মকর্তার বরাত দিয়ে ইতালির গণমাধ্যম জানিয়েছে, উদ্ধার করা লাশগুলো গত বুধবার লিবিয়ার জলসীমা থেকে লাম্পেদুসার দিকে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকার নিখোঁজ ব্যক্তিদের বলে ধারণা করা হচ্ছে।
খবরে বলা হয়েছে, ইতালির কোস্টগার্ড কর্মকর্তারা নৌকাটি থেকে সাতজনকে উদ্ধার করে, যারা পানিতে ভেসে গিয়েছিল।