ঢাকাশনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • অন্যান্য

সেনা কল্যাণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কুয়েত প্রবাসী ব্যবসায়ীদের সভা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ । ৭৬ জন

কুয়েত সফররত বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের নেতাদের ব্যবসায়িক সভা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে সালমিয়ায় একটি হোটেলে এই সভা হয়। এসময় কুয়েতের বাজারে বাংলাদেশি পণ্য বাজারজাতকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

কুয়েত প্রবাসী ব্যবসায়ীরা দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে সেনা কল্যাণ সংস্থার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুখাই আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাপরিচালক কর্নেল জিয়া সাদাত খান, বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মো. ইকবাল আকতার, ডা. এস এম মনিরুজ্জামান, ইঞ্জিনিয়ার এম আই আলমসহ বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. এমাদুল ইসলাম।