ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫

বিনিয়োগ সামিটে এসেছে প্রায় ৩ হাজার ১০০ কোটির বিনিয়োগ: বিডা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৪, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ । ২৭ জন

 

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ ৫০ দেশ থেকে ৪১৫ জন বিদেশি এসেছিলেন। এতে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে।

রোববার (১৩ এপ্রিল) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’- সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ তথ্য জানিয়েছে।

ব্রিফিংয়ে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘এই সামিট ১০ এ ১০ পাওয়ার মতো সামিট হয়নি। যতো সফলতা আছে তা সবার। ব্যর্থতা বিডা ও বেজার। প্রতিবছর এ ধরনের সামিট হতে পারে। এ ধরনের ইভেন্ট পরবর্তীতে বা পরবর্তী সরকার করবে বলে প্রত্যাশা করি।’

তিনি আরও বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে ৩ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ এসেছে। সরকারের খরচ হয়েছে দেড় কোটি টাকা। চারদিনের সম্মেলনে এসে কেউ ১০০ কোটি টাকার চেক লিখে ফেলবে, বিষয়টি এমন নয়। তাদের ফ্যাক্টরি ভিজিট করিয়েছি।ফ্যাক্টরি করতে হলে কোথায় যেতে হবে, তাদের দেখানো হয়েছে।’

আশিক মাহমুদ বলেন, ‘সম্মেলনে এসে বিনিয়োগকারীরা খুব খুশি হয়েছেন। আমরা একইসঙ্গে সংস্কারের কাজ করব, আর বিনিয়োগের পাইপলাইন বিল্ডিংয়ের কাজ করে রাখব।’

তিনি আরও বলেন, ‘বিনিয়োগের পাইপলাইন ঠিক রাখতে বিনিয়োগ সম্মেলনে আসা সবাইকে থ্যাংক ইউ মেইল পাঠালো হবে। সামিটে যারা এসেছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখা হবে।’

বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, উদ্বোধনী সম্মেলনে ৭৫০ জন অংশ নেন। এর মধ্যে ৪১৫ জন বিদেশি ছিলেন। পুরো সম্মেলনে সাড়ে তিন হাজারের বেশি মানুষ অংশ নেন। স্পিকার ও প্যানেলিস্ট ছিলেন ১৩০ জন।

তিনি আরও জানান, হান্ডা ও শপআপের মাধ্যমে বিনিয়োগ প্রস্তাব এসেছে ৩ হাজার ১০০ কোটি টাকা। এছাড়া সম্মেলনে ৬টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।