ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫

স্বাস্থ্য মন্ত্রণালয়কে বাংলাদেশ তামাক বিরোধী জোটের ধন্যবাদ জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৬, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ । ৬০ জন

জনস্বাস্থ্য সম্পর্কিত নীতি সুরক্ষায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)। আজ বৃহস্পতিবার (০৬ মার্চ, ২০২৫) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামাক নিয়ন্ত্রণের স্বার্থে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং উহার অধীন অধিদপ্তর, দপ্তর ও সংস্থার কর্মচারীদের জন্য অনুসরণীয়  নির্দেশিকা ২০২৫  নিজস্ব ওয়েব সাইটে প্রকাশ করেছে। স্বাস্থ্য উপদেষ্টার অনুমোদনক্রমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে এ নির্দেশনাটি প্রণয়ন করা হয়েছে। এই নিদের্শিকার লক্ষ্য ও উদ্দেশ্য, তামাক কোম্পানির বানিজ্যিক এবং অন্যান্য স্বার্থ হতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তামাক নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সম্পর্কিত নীতি এবং কার্যসমূহকে সুরক্ষিত করা, আইনের কার্যকরী বাস্তবায়ন, তামাক কোম্পানির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত, এফসিটিসি বাস্তবায়ন নিশ্চিত এবং অগ্রগতি পর্যবেক্ষণ করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করায় বাংলাদেশ তামাক বিরোধী জোট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জোট মনে করে এর মাধ্যমে জনস্বাস্থ্য বিষয়ক নীতি প্রণয়নের ক্ষেত্রে তামাক কোম্পানিগুলোর প্রভাব প্রতিহত করা সম্ভব হবে। এ ধরনের নির্দেশিকা দেশকে তামাক নিয়ন্ত্রণে আরেক ধাপ এগিয়ে দেবে।

প্রসঙ্গত এর আগে রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশে এ ধরনের নির্দেশিকা প্রণয়ন করেছে। সে হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সরকারের দ্বিতীয় মন্ত্রণালয় যারা এ ধরনের নীতি গ্রহণ করলো।